বিলাপ
সুসময়ের বন্ধু বটে
অনেক লোকেই হয়।
আমিও কি আজ
সেটাই হলাম
লাগছে মনে ভয়।
একা একা বসে
বিলাপ করি,
আমারি আপন মনে।
এই বুঝি তুমি
আসবে ফিরে,
আমারি শুভক্ষণে।
মোবাইলটাকে অনেক
সুন্দর লাগে
স্ক্রীনে তুমি এলে।
মনটা বেজায় খারাপ লাগে
হঠ্যাৎ চলে গেলে।
আরও একবার আসতে যদি,
বলতে মনের কথা।
হয়তো আমায় বুঝতে এবার,
জানতে মর্ম যথা।
অনেক লোকেই হয়।
আমিও কি আজ
সেটাই হলাম
লাগছে মনে ভয়।
একা একা বসে
বিলাপ করি,
আমারি আপন মনে।
এই বুঝি তুমি
আসবে ফিরে,
আমারি শুভক্ষণে।
মোবাইলটাকে অনেক
সুন্দর লাগে
স্ক্রীনে তুমি এলে।
মনটা বেজায় খারাপ লাগে
হঠ্যাৎ চলে গেলে।
আরও একবার আসতে যদি,
বলতে মনের কথা।
হয়তো আমায় বুঝতে এবার,
জানতে মর্ম যথা।
No comments