Header Ads

Header ADS

বিলাপ

সুসময়ের বন্ধু বটে
অনেক লোকেই হয়।
আমিও কি আজ
সেটাই হলাম
লাগছে মনে ভয়।
একা একা বসে
 বিলাপ করি,
আমারি আপন মনে।
এই বুঝি তুমি
আসবে ফিরে,
আমারি শুভক্ষণে।
মোবাইলটাকে অনেক
 সুন্দর লাগে
স্ক্রীনে তুমি এলে।
মনটা বেজায় খারাপ লাগে
হঠ্যাৎ চলে গেলে।
আরও একবার আসতে যদি,
বলতে মনের কথা।
হয়তো আমায় বুঝতে এবার,
জানতে মর্ম যথা।

No comments

হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম | class four | islam

বিষয়: ইসলাম শিক্ষা শ্রেণি: চতুর্থ প্রশ্নগুলোর উত্তর দাও । প্রতিটির মান 5 । মুসা আলাইহি ওয়া সাল্লাম এর পিতার নাম কি?...

Powered by Blogger.