Header Ads

Header ADS

বিরহ পরিনাম

SRsakil

অনেক ভাবনা ভাবিয়াছি আমি,
কাটায়েছি রাত নির্ঘুম।
টর্চ হাতে লয়ে বাহির হয়েছি,
ফুটিতে দেখেছি কুমকুম।
পরক্ষণেই ফিরিয়ে এনেছি,
আপনারে কুঠীর কক্ষে।
মাথাটা কেমন ঝিম ধরে গেল,
চিনচিনে ব্যথা বক্ষে।
কেন যে সেদিন নির্বাক ছিনু...
কহিতে লাগিনু কথা।
কিসের মর্ম বুঝিলো কিসে,
না বুঝি মর্ম যথা।
চোখদুটো হতে রক্তের ধারা,
বহিবে অনর্গল।
জানালা ধরে দারায়ে পরিনু,
দেহে যেন নাহি বল।
তারপরও বাড়ি উজার সারি
সারি করে লোকভীর।
সকলে মিলিয়া দুরুদ পরিছে,
উর্ধ্ব করবে শির।
মা ফুপু বোন দিয়াছে মন,
ঢালিছে মাথায় পানি।
মোর হুশ গ্যান হারিয়েছে কেন,
আপনাই ভাল জানি।
আজি চতুরঙ্গ হইয়াছে ভঙ্গ,
যাহার বিরহী তাপে।
তার শত গান কত অপমান,
দংশিল রুপ শাপে।

No comments

হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম | class four | islam

বিষয়: ইসলাম শিক্ষা শ্রেণি: চতুর্থ প্রশ্নগুলোর উত্তর দাও । প্রতিটির মান 5 । মুসা আলাইহি ওয়া সাল্লাম এর পিতার নাম কি?...

Powered by Blogger.