বিরহ পরিনাম
SRsakil
অনেক ভাবনা ভাবিয়াছি আমি,
কাটায়েছি রাত নির্ঘুম।
টর্চ হাতে লয়ে বাহির হয়েছি,
ফুটিতে দেখেছি কুমকুম।
পরক্ষণেই ফিরিয়ে এনেছি,
আপনারে কুঠীর কক্ষে।
মাথাটা কেমন ঝিম ধরে গেল,
চিনচিনে ব্যথা বক্ষে।
কেন যে সেদিন নির্বাক ছিনু...
কহিতে লাগিনু কথা।
কিসের মর্ম বুঝিলো কিসে,
না বুঝি মর্ম যথা।
চোখদুটো হতে রক্তের ধারা,
বহিবে অনর্গল।
জানালা ধরে দারায়ে পরিনু,
দেহে যেন নাহি বল।
তারপরও বাড়ি উজার সারি
সারি করে লোকভীর।
সকলে মিলিয়া দুরুদ পরিছে,
উর্ধ্ব করবে শির।
মা ফুপু বোন দিয়াছে মন,
ঢালিছে মাথায় পানি।
মোর হুশ গ্যান হারিয়েছে কেন,
আপনাই ভাল জানি।
আজি চতুরঙ্গ হইয়াছে ভঙ্গ,
যাহার বিরহী তাপে।
তার শত গান কত অপমান,
দংশিল রুপ শাপে।
অনেক ভাবনা ভাবিয়াছি আমি,
কাটায়েছি রাত নির্ঘুম।
টর্চ হাতে লয়ে বাহির হয়েছি,
ফুটিতে দেখেছি কুমকুম।
পরক্ষণেই ফিরিয়ে এনেছি,
আপনারে কুঠীর কক্ষে।
মাথাটা কেমন ঝিম ধরে গেল,
চিনচিনে ব্যথা বক্ষে।
কেন যে সেদিন নির্বাক ছিনু...
কহিতে লাগিনু কথা।
কিসের মর্ম বুঝিলো কিসে,
না বুঝি মর্ম যথা।
চোখদুটো হতে রক্তের ধারা,
বহিবে অনর্গল।
জানালা ধরে দারায়ে পরিনু,
দেহে যেন নাহি বল।
তারপরও বাড়ি উজার সারি
সারি করে লোকভীর।
সকলে মিলিয়া দুরুদ পরিছে,
উর্ধ্ব করবে শির।
মা ফুপু বোন দিয়াছে মন,
ঢালিছে মাথায় পানি।
মোর হুশ গ্যান হারিয়েছে কেন,
আপনাই ভাল জানি।
আজি চতুরঙ্গ হইয়াছে ভঙ্গ,
যাহার বিরহী তাপে।
তার শত গান কত অপমান,
দংশিল রুপ শাপে।
No comments