তোমার ছবি
কাজী সোহান
কারও চোখে..
স্বপ্ন দেখি
আকাশ দেখি মুখে।
চোখ দুটি তার
তারার মতো
সেই আকাশের বুকে
দুঃখটাকে
পাব খুজে,
সুখটাকে-তার সুখে।
নাইবা আসুক তন্দ্রা
বিলাস অগ্নি বিলাস ধুকে।
হোকনা সুখি
সবার সাথে
আমার প্রিয় মুখ।
সবার সাথে
আমার প্রিয় মুখ।
যায় যদি কেও
যাকনা সেও
পাষাণ করে বুক।
No comments