Header Ads

Header ADS

mytuber: একটা মেয়ের

একটা মেয়ের

এস আর সাকিল


একটা মেয়ের রুপলহরী, 
আপন প্রণয় জানিয়া। 
ছুটিয়াছি তার নাম টার লাগি,
শুনিতে পেয়েছি তানিয়া।
গলেতে ছিল রুপার মালা,
বরণ মনের মতন।
আপনার মন ফাঁকি দিয়ে মোরে ,
রাখিলো করিয়া যতন। 
ওই মালাতে কেমন জালা,
উঠাল কেমন ঝড়। 
কনের মায়ায় পাগল হয়ে,
সবিযে করেছি পর।
একটু ব্যাথার আভাস পেয়ে,
কষ্টকে নিয়ে বুকে। 
নিজেকে নিলাম আড়াল করে,
রাখিতে তাহারে সুখে। 
সবে ষোলো মাস পার হয়েছে,
আমার হাজার যুগ।
দেখিতে তাহারে পাইবনা আর,
স্কুলে পড়া মুখ।
কত কতক্খণ মুক্ত ভ্রমণ,
দেখিতে পাইনা তাহারে। 
তাহারো বিরহে আনারকলি, 
বিভরিয়া মরে আহারে।..

No comments

হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম | class four | islam

বিষয়: ইসলাম শিক্ষা শ্রেণি: চতুর্থ প্রশ্নগুলোর উত্তর দাও । প্রতিটির মান 5 । মুসা আলাইহি ওয়া সাল্লাম এর পিতার নাম কি?...

Powered by Blogger.