Header Ads

Header ADS

ভালবাস তুমি আমায়।

mytuber: শুধু বলব:
ভালবাস তুমি আমায়।
S.R.S

শুধু বলব বলে দেখ তুমি,
ভালবাস তুমি আমায়।
কাছ থেকে দুরে সবখানে যাব,
চাওয়া থাকে যদি তোমার।
ভালবাসি বলে একাকী আমি,
একে বেঁকে দেখি তোমায়।
তুমিও কি তাই পাবেনা আজিকে,
ডাকিলে দেখিতে আমায়।
মনের আশা পূর্ণ হোক,
ধন্য থাক তুমি।
হয় যদি হোক আমার জীবন,
শূন্য মরুভুমি।
চাঁদ বদনি মুখটা তোমার,
রাখবো লুকায়ে বুকে।
যাচ্ছেতাই হোকনা আমার,
তুমি থাক মহাসুখে।
যদি বা কখনো তোমারি কারনে,
ডুকরে ওঠে বুক।
সুখে থাক তুমি দেখে যাব আমি,
তাতেই আমার সুখ।

No comments

হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম | class four | islam

বিষয়: ইসলাম শিক্ষা শ্রেণি: চতুর্থ প্রশ্নগুলোর উত্তর দাও । প্রতিটির মান 5 । মুসা আলাইহি ওয়া সাল্লাম এর পিতার নাম কি?...

Powered by Blogger.