PDF submission
আজকের বিষয়
পিডিএফ সাবমিশন।
শুরুতেই জেনে রাখুন পিডিএফ মানে কি?
পিডিএফ মানে হল পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। অর্থাৎ এটি এমন একটি ফরমেট যে ফরমেটের লেখাগুলো কে আপনি সহজেই এডিটিং করতে পারবেন না।
যেকোনো ওয়েবসাইটের content.pdf হিসেবে অনেক বায়ার পাবলিশ করে থাকে।তাদের পিডিএফে লেখা তথ্য গুলোর মধ্যে বিভিন্ন ওয়েবসাইটের লিংক পার্মালিংক হিসেবে যুক্ত করা থাকে। যেগুলো পিডিএফ ফাইল টিকে ব্যাকলিংক যুক্ত হতে সাহায্য করে।
এ ধরনের ব্যাকলিঙ্কযুক্ত পিডিএফ ফাইল যখন বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা হয়,আপলোডের এ কাজটি কেই বলা হয় পিডিএফ সাবমিশন।
গুগলে গিয়ে সার্চ করুন: পিডিএফ সাবমিশন সাইট লিস্ট।
আপনার সামনে চলে আসবে এমন অনেক সাইটের লিস্ট যেগুলো পিডিএফ সাবমিশনের কাজে ব্যবহৃত হয়ে থাকে।
প্রথমে আপনার কাজ হল
মিনিমাম একশটি এই ধরনের ওয়েব সাইটে সাইন আপ করে অ্যাকাউন্ট তৈরি করে রাখা।
এ ধরনের সাইট গুলো আপনাকে পিডিএফ ফাইল সাবমিশন করতে দিবে না,যদি না আপনি তাদের ওয়েবসাইটে একাউন্ট করে থাকেন।
যেহেতু আমরা পিডিএফ সাবমিশনের কাজ শিখছি আর পিডিএফ সাবমিশনের কাজগুলো আমরা করব, তাই আমাদের নিজেদের প্রয়োজনে এ ধরনের ওয়েবসাইটগুলোতে আমাদের একাউন্ট করে রাখতে হবে।
পিডিএফ সাবমিশনের ওয়েবসাইটগুলোতে আপনি একাউন্ট করার পর একাউন্টে ব্যবহৃত তথ্যগুলো একটি গুগোল সিটে সুন্দরভাবে সেভ করে রাখবেন।
যখন আপনি আপনার হাতে পিডিএফ সাবমিশনের জন্য প্রয়োজনীয় তথ্য অর্থাৎ
1.হাইপারলিংক যুক্ত একটি পিডিএফ ফাইল
2.পিডিএফ সাবমিশনের জন্য প্রয়োজনীয় টাইটেল
3.পিডিএফ সাবমিশনের জন্য প্রয়োজনীয় ডেসক্রিপশন।
4.পিডিএফ সাবমিশনের জন্য প্রয়োজনীয় ট্যাগ সমূহ
5.পিডিএফ সাবমিশনের জন্য রিলেটেড একটি এসইও করা ইমেজ।
আপনার হাতে পাবেন তখনই আপনার যেহেতু পিডিএফ সাবমিশন সাইটগুলোতে একাউন্ট করা আছে তাই আপনি পিডিএফ সাবমিশনের কাজটি শুরু করতে পারেন।
উপরোল্লিখিত বিষয়সমূহের সারসংক্ষেপ হলো-
পিডিএফ সাবমিশন সাইটগুলোতে আপনার একাউন্ট করা থাকলে বায়ারের কাছ থেকে উপরে উল্লেখিত বিষয়গুলো নিয়ে নিবেন যেগুলো পিডিএফ সাবমিশনের কাজে ব্যবহৃত হয়।
উপরে বিষয়গুলো 1,2,3,4,5 হিসেবে পয়েন্ট করে দেয়া হয়েছে।
বন্ধুরা যেহেতু পিডিএফ সাবমিশনের প্রয়োজনীয় তথ্য সমূহ আপনার হাতে আছে আর আপনার ঐ সকল সাইটগুলোতে একাউন্ট করা রয়েছে।
এখন আপনি পর্যায়ক্রমে প্রত্যেকটি সাইটে গিয়ে পিডিএফ সাবমিশনের জন্য প্রয়োজনীয় তথ্য সমূহ দিয়ে পর্যায়ক্রমে পিডিএফ সাবমিশন করতে থাকুন।
Watch by trainer mazibul sir vedio
প্রত্যেকটি সাইডে পিডিএফ সাবমিশন করার পর যে লিঙ্কটি আপনি পাবেন সেই লিংকটি কপি করে বাইরের জন্য আলাদাভাবে একটি গুগোল শীট তৈরি করবেন।
পিডিএফ সাবমিশন পরবর্তী লিঙ্কসমূহ দিয়ে আপনার তৈরীকৃত এই গুগল শীটটি আপনার বায়ারকে কাজের প্রুফ হিসেবে সাবমিট করতে হবে।
বায়ার আপনার গুগোল শীট হাতে পাওয়ার পর সেখান থেকে লিংকগুলোতে ক্লিক করে দেখবে ,সেই সকল সাইডে তার দেয়া পিডিএফ ফাইল গুলো আপলোড করা রয়েছে ।
এভাবে কয়েকটি সাইট বায়ার চেক করে আপনাকে আপনার কমিটমেন্ট অনুযায়ী পেমেন্ট পরিশোধের জন্য ওয়ার্কিং প্ল্যাটফর্মকে পারমিশন দিয়ে দিবে।
সেইসাথে আপনাকে একটি ভালো রিভিউ প্রদান করবে যেটি ওয়ার্কিং প্ল্যাটফর্মগুলোতে অন্যান্য বায়ারের কাছ থেকে কাজ পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তো বন্ধুরা,
আশাকরি আমাদের এই ডকুমেন্ট থেকে আপনি পিডিএফ সাবমিশনের বিষয়ে খুব সংক্ষেপে একদম স্পষ্ট ভাবে বুঝতে পারবেন।
ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আপনার হাতের সময়কে নষ্ট না করে ফ্রী লান্সিং জগতে আপনার পদার্পণ শুরু করবেন।
যেকোনো বিষয় বুঝতে না পারলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/উপজেলা-ফ্রিল্যান্সার-upazilafreelancer-102590588708698/
আমাদের সাবমিট করা ফাইল এর কমেন্ট বক্সো এ ব্যাপারে আপনার সহযোগী হতে পারে।
আমাদের গ্রুপ: https://www.facebook.com/groups/1187730934989516/
খোদা হাফেজ।
Download PDF

No comments